আগরতলা : গত ডিসেম্বরে অবসর প্রাপ্ত ক্রীড়া দপ্তরের প্রাক্তন শারীর শিক্ষক তথা ভলিবল প্রশিক্ষক তাপস কুমার দত্ত (৬০) বৃহস্পতিবার গভীর রাতে অসুস্থ্য বোধ করায় রাতেই তড়িঘড়ি করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ফটিকরায় স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। সাথে সাথেই হাসপাতালে ও বাড়িতে ভিড় জমায় তাঁর অগণিত ভক্ত ক্রীড়াবিদরা। ততক্ষনে ফটিকরায়ের আকাশ বাতাস ভারী হতে থাকে।

৮০ র দশকে তৎকালীন উত্তর জেলার ভলিবলের দুরন্ত স্মেশার ছিলেন তিনি। রাজ্য দলকে জাতীয় আসরে বহুবার নেতৃত্ব দিয়েছেন। ঊনাকটি জেলার ক্রীড়া উন্নয়নে অক্লান্ত ভাবে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন। ১৯৮৯ সালে চাকুরিতে যোগ দিয়ে স্বসন্মানে দির্ঘ্য বছর কাঞ্চনবাড়ী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে কাজ করেছেন। ভলিবল ছাড়াও অ্যাথলেটিক্সের বহু খেলোয়াড় তৈরি করেছেন। আন্তর্জাতিক অ্যাথলেট তথা প্রাক্তন বি এস এফের সহকারী কমান্ডেন্ট জগদীশ বাসক উনারই সুযোগ্য ছাত্র। অত্যন্ত নম্র ও ভদ্র সভাবের ছিলেন তিনি। তাঁর অকাল প্রায়নে রাজ্যের ক্রীড়া মহল গভীর শোকাহত।

ফটিকরায় কোচিং সেন্টারের খেলোয়াড়রা ও কুমারঘাট বাসী গভীর শোকাহত। মৃত্যুর খবর পেয়ে আগরতলা থেকে ছুটে আসেন ক্রীড়া উপ অধিকর্তা দেবাশীষ ভট্টাচার্য্য ও শারীর শিক্ষক প্রনব অখণ্ড, কুমারঘাট মহা-শ্মশানে প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর পরিবারকে সমবেদনা জানান। প্রসঙ্গত পরিবারে স্ত্রী ছাড়া আর কেউ নেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *