আগরতলা: বীর শহীদ পাওনা ব্রজবাসীর ১৩৪ তম প্রয়ান দিবস উপলক্ষ্যে খংজম দিবস উদযাপন করা হয়।
পুথিবা ওয়েল ফেয়ার এন্ড কালচার্যা ল সোসাইটির উদ্যোগে এবং পাওনা ব্রজবাসী ফাউন্ডেশনের সহায়তায় বীর শহীদ পাওনা ব্রজবাসীর ১৩৪ তম প্রয়ান দিবস উপলক্ষ্যে খংজম দিবস উদযাপন করা হয়। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে খংজম নদীর তীরে শহীদ হন পাওনা ব্রজবাসী। এই বীর শহীদ রক্ত দিয়ে ভারতের একাত্মতা বোধকে রক্ষা করেছেন। পরবর্তী যুব সমাজকে অনুপ্রাণিত করতে এই দিনটি উদযাপন করা হয় মনিপুরী সম্প্রদায়ের উদ্যোগে।
অভয় নগরস্থিত পুথিবা মন্দিরে বীর শহীদ পাওনা ব্রজবাসীর আবক্ষ মূর্তিতে এইদিন শ্রদ্ধা জানান মনিপুর থেকে আগত খাইদাম ইনগোছা সিংহ, পুথিবা ওয়েল ফেয়ার এন্ড কালচার্যা ল সোসাইটির সচিব দীপক কুমার সিনহা, সমাজসেবী নিরঞ্জন দত্ত সহ অন্যান্যরাপ্রতিবছর সংস্থার তরফে এই কর্মসূচী গ্রহণ করা হয়।