আগরতলা: বর্ষণে বেড়েছে হাওড়া নদীর জল।জলের তোড়ে ভেসে গেছে দুই পাড়ের বহু লোকজনের চলাচলের একমাত্র বাঁশের সাঁকো।
সোমবার ভোর রাতে মুষলধারে বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়।বৃষ্টিতে বেড়ে গেছে হাওড়া নদীর জল।আর নদীর জল বেড়ে চলায় ভেঙে গেছে বাঁশের সাঁকো।এমনই ঘটনা ঘটলো রাজধানীর দক্ষিন জয়নগর-রাজনগরের মধ্যে সংযোগকারী বাঁশের। স্থানীয়ারা জানান, সেখানে পাকা ব্রিজ হওয়া সাপেক্ষে বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হয়েছে। প্রতিদিন এই সাঁকো দিয়ে বহু মানুষ চলাচল করেন।স্কুল-কলেজের পড়ুয়া সহ অনেকেই সাঁকো দিয়ে সহজে চলাচল করেন। সোমবার ভরের বর্ষণে নদীর জল বেড়ে যাওয়ায় ভেঙে গেল সাঁকো। এতে সমস্যায় দুই পাড়ের লোকজন। তারা জানান সাঁকো ভেঙে যাওয়ায় প্রায় দেড় কিমি রাস্তা অতিক্রম করে তাদের এখন চলাচল করতে হবে।
এর জন্য গুণতে হবে দিনে ৫০ টাকা ভাড়া। এই অবস্থায় দুই পাড়ের মানুষের দাবি দ্রুত সাঁকোটি সারাই করে দেওয়ার এবং পাকা ব্রিজ নির্মাণ কাজ দ্রুত শেষ করার।