জিরানীয়া।।রাজ্যের সার্বিক উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ ও জনগণের সুবিধার্থে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। আসাম-আগরতলা জাতীয় সড়ক (এনএইচ-৮) সম্প্রসারণের কাজ রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই প্রকল্প বাস্তবায়ণের জন্য যেসব সমস্যা রয়েছে সেগুলি অগ্রাধিকারের ভিত্তিতে চিহ্নিত করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করতে হবে। আসাম-আগরতলা জাতীয় সড়ক (এনএইচ-৮) এর সম্প্রসারণের কাজ বিশেষত চম্পকনগর থেকে খয়েরপুর পর্যন্ত অংশ যাতে আরও দ্রুত গতিতে সম্পন্ন হয় তার জন্য আজ জিরানীয়া মহকুমা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক বিশেষ সভায় পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন।
সভায় পরিবহণ মন্ত্রী সড়ক নির্মাণকারী সংস্থাকে রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে ও কাজের গতি বাড়াতে নির্দেশ দেন। এই কাজে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। পরিবহণ মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ, পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক সজল বিশ্বাস, জিরানীয়া মহকুমার মহকুমা শাসক শান্তিরঞ্জন চাকমা, অতিরিক্ত মহকুমা শাসক অনিমেষ ধর, ডিসি জন্মেজয় চাকমা, পার্থ সাহা, সমাজসেবী রঞ্জিত রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ, জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থার প্রতিনিধি ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।