আগরতলা: গুড ফ্রাইডে-তে বিশেষ প্রার্থনা বিভিন্ন চার্চে। ইস্টার রবিবারের আগের শুক্রবারে পালিত হয় গুড ফ্রাইডে। যা যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধকরণ এবং ক্যালভারিতে তাঁর মৃত্যুর স্মরণে পালিত হয়।
প্রতিবছরের মতো এবারো গুড ফ্রাইডে-তে আগরতলা সুপারিবাগান স্থিত ব্যাপটিস্ট চার্চে হয় বিশেষ প্রার্থনা। খ্রিস্টানদের জন্য, এটি পবিত্র সপ্তাহের সমাপ্তি এবং মানবতার মুক্তির জন্য যীশুর আত্মত্যাগের প্রতিফলনের একটি গৌরবময় দিন। এই উৎসবের অপর নাম “পবিত্র শুক্রবার”। গলগথায় যিশু খ্রিষ্টের ক্রুসবিদ্ধকরণ, মৃত্যু ও সমাধিমন্দির থেকে তার পুনরুজ্জীবনের স্মরণে এই উৎসবটি পালিত হয়। যিশু খ্রিস্টের আত্মত্যাগ ও আত্মবলিদানকে স্মরণ করে বিশ্বজুড়ে পালিত হয়ে থাকে গুড ফ্রাইডে বা পুণ্য শুক্রবার। কথিত আছে এই দিনেই ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছিল যিশু খ্রিস্টকে।শুধু ধর্মীয় মাহাত্ম্য নয়, গুড ফ্রাইডে প্রেম, ক্ষমা ও আত্মত্যাগের প্রতীক।
প্রতিবছর এদিনে বিভিন্ন চার্চে হয় প্রার্থনা সভা। এবছরও এর ব্যতিক্রম হয়নি। শুক্রবার আগরতলা সুপারি বাগান স্থিত ব্যাপটিস্ট চার্চে আয়োজিত হয় বিশেষ প্রার্থনা সভা।খ্রিষ্টান ধর্মাবল্মবির লোকজন এতে অংশ নেয়।