আগরতলা: বেআইনিভাবে পার্কিং ব্যবস্থাপনা নিয়ে পূর্বতন কমিউনিস্ট সরকারের নিন্দা করেন সাংসদ বিপ্লব কুমার দেব। এখনো বহু বাড়ির সামনে সরকারি রাস্তা দখল করে গাড়ি পার্কিং করা হয়।
অথচ একটি নির্দিষ্ট জায়গায় পার্কিংয়ের জন্য কোন ব্যবস্থা নেন না গাড়ির মালিকরা। এই সকল বিষয় নিয়ে এইদিন আলোচনা হয় সংসদীয় সড়ক সুরক্ষা কমিটির বৈঠকে। বুধবার রাজ্য অতিথিশালায় হয় বৈঠক। সাংসদ বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে এই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার, ট্রাফিক এসপি কান্তা জাঙ্গির সহ অন্যান্যরা।
সাংসদ বিপ্লব কুমার দেব জানান পশ্চিম ত্রিপুরা জেলায় যান দুর্ঘটনার পরিসংখ্যানের উপর ভিত্তি করে কিছু নিয়ম লাগু করা হবে। এবং আলোচনা করে দেখা হবে পুরানো কোন বিষয়ের উপর খামতি রয়েছে কিনা। বিশেষ করে নতুন করে কোন নিয়ম লাগু করলে যান দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা যাবে কিনা সেই বিষয়ে আলোচনা করা হবে।
পাশাপাশি বেআইনিভাবে পার্কিং ব্যবস্থাপনা নিয়েও এদিন পূর্বতন কমিউনিস্ট সরকারের নিন্দা করেন সাংসদ বিপ্লব কুমার দেব। এদিনের বৈঠকে আলোচনায় এছাড়াও বিভিন্ন বিষয় উঠে আসে।