জিবি বাজার এলাকাকে যানজট মুক্ত করতে এক প্রকার লোক দেখানো অভিযান চালায় ট্রাফিক। অবৈধ ভাবে রাখা বাইক নিয়ে যায়।
রাজধানীর ব্যস্ততম এলাকা গুলির মধ্যে একটি হল জিবি বাজার এলাকা। বুধবার আগাম ঢাক ঢোল পিটিয়ে জিবি বাজারকে যানজট মুক্ত করতে অভিযান চালায় ট্রাফিক পুলিশ। এডিশনাল ট্রাফিক এস.পি স্বপন সরকারের নেতৃত্বে চালানো হয় এই অভিযান। বলতে গেলে ট্রাফিক পুলিশ নিজেদের প্রচারের জন্য এই লোক দেখানো অভিযান সংগঠিত করে। এদিন রাস্তার পাশে অবৈধ ভাবে পার্কিং করে রাখা বাইক গুলিকে তুলে নিয়ে যায় ট্রাফিক পুলিশ।
এডিশনাল ট্রাফিক এস.পি স্বপন সরকার জানান বুধবার থেকে ২৫ এপ্রিল পর্যন্ত আগরতলা শহরের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ স্পেশাল অভিযান চালাবে। তারই অঙ্গ হিসাবে এইদিন অভিযান চালানো হয়েছে।
তবে আগাম ঘোষণা দিয়ে এ ধরণের অভিযান আদৌ কাজে আসবে কিনা তা ভবিষ্যৎই বলবে।