আগরতলা: ত্রিপুরা প্রদেশ বিজেপির তরফেও সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী উদযাপন করা হয়।রাজধানীর কৃষ্ণনগরস্থিত প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে দিনটি পালন করা হয়।
উপস্থিত সকলে ডঃ বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বিজেপি-র এসসি মোর্চার রাজ্য সভাপতি অরবিন্দ দাস জানান ডঃ বি আর আম্বেদকরের ১৩৪ তম জন্মদিন সমগ্র দেশে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করেছে বিজেপি। এটা প্রশংসনীয়। সংবিধানের ১৬৮ ধারায় উল্লেখ রয়েছে সময়ের সাথে, সমাজের উপকারে এবং রাষ্ট্রহিতে সংবিধান পরিবর্তন করা যাবে।
সংবিধানকে অনেকে একটা বই হিসাবে মনে করে। কিন্তু বিজেপি দলের সকল কার্যকর্তা সংবিধানকে একটা আয়না হিসাবে দেখে।উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ সংগঠনের অন্যান্যরা।