আগরতলা: রামনগর মণ্ডলে গাঁও চলো অভিযান। শনিবার গাঁও চলো অভিযানে শামিল এলাকার বিধায়ক তথা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সপ্তাহ ব্যাপী কর্মসূচী নেওয়া হয়েছিল রাজ্যে। বিভিন্ন মণ্ডলে চলে কর্মসূচী। কর্মসূচি গুলির ভেতরে ছিল জলছত্র,চৌপাল বৈঠক, গাঁও চলো অভিযান। প্রতিটি বিধানসভা কেন্দ্রে এই কর্মসূচিগুলি পালন করা হয়। রামনগর কেন্দ্রেও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। শনিবার ছিল কর্মসূচীর শেষ দিন। এদিন পুর নিগমের ৩৬ নং ওয়ার্ড অন্তর্গত রাজনগর এলাকায় রামনগর বিধানসভা কেন্দ্রের মন্ডলের উদ্যোগে আয়োজিত হয় গাঁও চলো অভিযান। সেখানে হয় আলোচনা সভাও। পরবর্তীতে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা বাড়ি বাড়ি গিয়ে সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি রাজনগর মসজিদের পাশে সংস্কার হওয়া রাস্তা জনগণের সুবিধার জন্য আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন মেয়র।

উপস্থিত ছিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার, রামনগর মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য ,কর্পোরেটর নিতু গুহ দে সহ অন্যান্যরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *