আগরতলা: দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জনসম্পর্ক অভিযান ভারতীয় জনতা পার্টির প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের। সোমবার প্রতাপগড় মণ্ডলে হয় জনসম্পর্ক অভিযান।
সোমবার প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য-র হাত ধরে রাজ্যে সুচনা হল জনসম্পর্ক অভিযানের। এদিন প্রতাপগড় মন্ডলের ঋষি কলোনি এলাকায় জন সম্পর্ক অভিযান করেন রাজীব ভট্টাচার্য। সাথে ছিলেন বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা।এদিন তারা জন সম্পর্ক অভিযানে গিয়ে মানুষের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।১৯৮০ সালের ৬ এপ্রিল প্রতিষ্ঠা হয়েছিল বিজেপি দলের। রবিবার বিজেপি দলের ৪৬ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। সমগ্র দেশের সাথে রাজ্যেও দিনটি পালন করা হয়।
বিজেপি দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তার মধ্যে একটি হল জন সম্পর্ক অভিযান।