আগরতলা: সিপিআইএমের মিথ্যাচারের বিরুদ্ধে বিজেপি সদর গ্রামীণ জেলা জনজাতি মোর্চার উদ্যোগে বনিক্য চৌমুহনীতে প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করা হয়। এই সভাতে উপস্থিত ছিল বিজেপির বিভিন্ন অংশের নেতৃত্ব কর্মকর্তারা।
উপস্থিত হয়ে সদর গ্রামীণ জেলার সভাপতি বলেন, গত কিছুদিন আগে বিধানসভা অধিবেশন চলাকালীন সময় দেখা যায় বাম বিধায়করা একটি বিষয়ের উপর বিশৃংখল ছড়িয়ে দিতে চেষ্টা করে গোটা রাজ্যজুড়ে। সেই মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এদিনের এই সভার আয়োজন করা হয়। আগেও জাতি ও উপজাতিদের মধ্যে বিরোধ সৃষ্টি করার জন্য এই রকম মিথ্যা অপচার চালাতো বামফ্রন্ট সরকার। বর্তমানেও এই ধরনের অপপ্রচার চালানোর চেষ্টা শুরু করে তারা। তবে তার বিরুদ্ধে লড়াই করার জন্য মাঠে অবতীর্ণ হয় বর্তমান শাসক দল বিজেপি।
এদিনের কর্মসূচিতে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ বিজেপির অন্যান্য অংশের নেতৃত্বে উপস্থিত ছিলেন।।