আগরতলা: রাজস্ব দপ্তরের অধীন সিপাহীজলা জেলায় জমি কেলেঙ্কারির সিবিআই তদন্তের দাবি জানালো প্রদেশ কংগ্রেস। এবিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে ১৫ দিন সময় বেঁধে দিল কংগ্রেস।

অন্যথায় রাজ্যজুড়ে গণআন্দোলন গড়ে তোলার ডাক প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার। শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন আশিস বাবু। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের সময় দুর্নীতি মাথা চারা দিয়ে উঠেছে। শুধু তাই নয় বর্তমানে দুর্নীতি সংঘবদ্ধ রূপ নিয়েছে। বিধানসভায় কংগ্রেস দলের বিধায়করা এই বিষয় গুলি তুলে ধরেছেন। কংগ্রেস দল আশা করেছিল মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। কিন্তু দেখা গেছে বিরোধী বিধায়করা দুর্নীতির বিষয় গুলি বিধানসভায় তুলে ধরার সময় তাদেরকে বাধাদান করা হয়েছে। রাজস্ব দপ্তরের দুর্নীতি নিয়ে বিধায়ক সুদিপ রায় বর্মণ বিধানসভায় সরব হলে ওনাকে অধ্যক্ষ থেকে শুরু করে সরকার পক্ষের বিধায়করা নানান ভাবে বাধা দান করেছেন। সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন রাজস্ব দপ্তর মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে। ২০২৩ সালে সিপাহীজলা জেলার অধিন দুর্নীতির তথ্য সহকারে তৎকালীন জেলার জেলা শাসক রাজস্ব দপ্তরের উপ সচিবের কাছে অভিযোগ জানান লিখিত আকারে। দাবি জানান উপযুক্ত ব্যবস্থা গ্রহণের। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও কোন পদক্ষেপ গ্রহণ করা হয় নি। উল্টো ডি এম বদলি হয়েছেন।

এই দুর্নীতির সি বি আই তদন্তের দাবি জানায় কংগ্রেস। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেসের সহসভাপতি শান্তি রঞ্জন দেবনাথ, মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *