আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা মঙ্গলবার এক বার্তায় জানিয়েছেন এমজিএনরেগস- এ ত্রিপুরার জন্য ৩.৫ কোটি শ্রমদিবস বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী ডাঃ সাহা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রণালয় ২০২৫-২৬ অর্থবছরে এমজিএনরেগস- এ ত্রিপুরার জন্য ৩.৫ কোটি শ্রমদিবস বরাদ্দ করেছে, যা গত বছরের ৩ কোটি লেবার বাজেটের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। গত বছরে রাজ্যে বিধ্বংসী বন্যার ক্ষয়ক্ষতি বিবেচনায় রেখে এই বরাদ্দ বৃদ্ধি করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
ত্রিপুরার গ্রামীণ অর্থনীতিতে এই বরাদ্দ (প্রায় ১৫০০ কোটি টাকা) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।