আগরতলা: পুর নিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের ভট্টপুকুর কালীটিলা এলাকায় পানীয় জলের জন্য ট্যাঙ্ক নির্মাণ করা হয়েছে। মঙ্গলবার নবনির্মিত ট্যাঙ্ক পরিদর্শন করলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন ৩৩ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ আধিকারিকরা।
আগরতলা শহরে পরিশ্রুত পানীয় জল দেওয়ার জন্য নিগম এলাকায় ৩৬ টি প্রকল্প হাতে নিয়েছে পুর নিগম, জল বোর্ড ও স্মার্ট সিটি যৌথভাবে। জনগণকে কিছুটা সময় দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে। এদিন ৩৩ নং ওয়ার্ডের অন্তর্গত ভট্টপুকুর কালিটিলা এলাকায় জলের ট্যাঙ্ক পরিদর্শনে গিয়ে বললেন মেয়র। তিনি জানান আগামী এক থেকে দেড় মাসের ভেতর এই প্রকল্পটি চালু হলে সেই এলাকার ২০০ টি বাড়ি উপকৃত হবে। ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই পরিশ্রুত পানীয় জল সরবরাহ কেন্দ্রটি।আগরতলা শহরের বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। যা নিরসনে পুর নিগম, জল বোর্ড ও স্মার্ট সিটি প্রজেক্ট যৌথভাবে কাজ কাজ চলছে।
সমস্যা সমাধানে নিগম আন্তরিক।সবগুলি প্রকল্প চালু হলে শহরের জলের সমস্যা যে অনেকটাই কমবে। পাশাপাশি নাগেরজলা বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তাটি পরিদর্শন করেন মেয়র।।