সোহানুর রহমান (সোহান), ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগে যুবলীগ নেতা অলিউল ইসলাম অলি ও নজরুল ইসলাম এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন পাদুকা শিল্প বহুমুখী উন্নয়ন সমিতির নেতৃবৃন্দ। আজ শনিবার (২২ জানুয়ারি) বিকালে কালিকাপ্রসাদ মোনতাজ মিয়ার বাড়ীর মাঠে এ সংবাদ সম্মেলনে সমিতির সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দিন ও সহ-সভাপতি আজিম উদ্দিন বলেন, পাদুকা শিল্পের শ্রমিক ও ব্যবসায়ীদের স্বার্থে ১৯৮৫ সালে ১.৬৮৭৫ একর জমি ক্রয়করা হয় । কিন্ত বিগত ২০১৬ সালে একটি চক্র আমাদের সমিতির সাথে মিল রেখে ক্ষুদ্র পাদুকা শিল্প উন্নয়ন ব্যবসায়ী সমবায় সমিতি নামে ভিত্তিহীন একটি সংগঠন করে উক্ত সংগঠনের সভাপতি যুবলীগের আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অলিউল ইসলাম অলি ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম এর নেতৃত্বে ক্ষমতার অপব্যবহার করে আমাদের খরিদকৃত জমি দখলের চেষ্টা ও তালবাহানা করছে । অবৈধভাবে আমাদের জমিতে আদালতের জারিকৃত ১৪৪ ও ১৪৫ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক অবকাঠামো উন্নয়নের কাজ করছেন। শুধু তাই নয় তারা আমাদের সংগঠনের সকল সদস্যদেরকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।এ সময় তারা আরো বলেন, আমাদের সংগঠনের ৩ হাজার সদস্যের এবং ক্ষুদ্র পাদুকা শিল্প বহুমুখী উন্নয়ন সমিতির স্বার্থে বিষয়টি আমলে নিয়ে মাননীয় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ- সভাপতি কুতুব উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ মিয়া,দপ্তর সম্পাদক মোঃ নজরুল ইসলাম,কার্যকরী সদস্য কামরুল ইসলাম,মোঃ জামান ও কবির মিয়া সহ অনেকে।
Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India.
Any unauthorized use of any image is prohibited.