নিজস্ব প্রতিনিধি জনদর্পন : তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আজ ত্রিপুরার পূর্ণ রাজ্যের মর্যাদা প্রাপ্তির ৫০ বছর উদযাপন উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের প্রথম প্রেক্ষাগৃহে ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব এবং উপ-মুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মণ, কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক সহ মন্ত্রীসভার অন্যান্য সদস্যদের উপস্থিতিতে "ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস-২০২২" উদযাপনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন তিনি জানান অনুষ্ঠানে দেশের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ও স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি দিল্লী থেকে ভার্চুয়াল ভাষণের মাধ্যমে ত্রিপুরাবাসীকে পূর্ণরাজ্য দিবসের সুবর্ণ জয়ন্তীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাছাড়া ১৯৪৯ সালের ১৫ অক্টোবর আমাদের ত্রিপুরা রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। ১৯৭২ সালের ২১-শে জানুয়ারি ঠিক আজকের দিনটিতেই ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্য্যাদা পায়। সময়ের বিচারে আজ ২০২২ সালের ২১শে জানুয়ারী হচ্ছে পূর্ণ রাজ্যের মর্যাদায় ভূষিত হওয়ার ৫০তম বছর।
রাজ শাসনের অবলুপ্তি, তৎকালীন নানা ঘাত-প্রতিঘাতের প্রেক্ষাপট পেরিয়ে গনতন্ত্রের জয়যাত্রা- জনতার ক্ষমতা- প্রশাসনিক সংস্কার- সামগ্রিক উন্নয়ন এবং কালের পরিক্রমায় অতীত থেকে বর্তমানে গত ৫০ বছরে ত্রিপুরা অনেক চড়াই-উতরাই পেরিয়ে এসেছে। একে সংহত করে আমাদের সকলকে সম্মিলিতভাবে "এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা" গড়ার লক্ষ্যে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India.
Any unauthorized use of any image is prohibited.