নিজস্ব প্রতিনিধি জনদর্পন : রাজ্যের করোনা সংক্রমণ শুরু হয়েছে ব্যাপক ভাবে । প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড -১৯ রোগাক্রান্তের সংখ্যা । পরিস্থিতি রীতিমতো আশঙ্কাজনক অবস্থায় এসে ঠেকেছে । এনিয়ে রাজ্য প্রশাসনের তরফে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে । শুরু হয়েছে প্রয়োজনীয় তৎপরতা। তারপরও একাংশ উদাসীন মানুষের কারণে বাগে আনা যাচ্ছে না করোনা জীবাণুর সংক্রমণ । ফলে প্রশাসনের পাশাপাশি মাঠে নেমে পড়তে চাইছে শাসক দল বিজেপি । কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকারের পাশাপাশি উদ্যোগ নিয়েছে শাসকদল । আজ সন্ধ্যায় রাজধানীর কৃষ্ণনগরস্থিত প্রদেশ বিজেপি কার্যালয়ে আহুত সাংবাদিক সম্মেলনে এই তথ্য তুলে ধরেন প্রদেশ বিজেপি সহ-সভাপতি রাজীব ভট্টাচার্য। তাছাড়া এদিন তিনি আরও জানান রাজ্য স্তরীয় এই কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রদেশ বিজেপির সহসভাপতি রাজীব ভট্টাচার্যকে এবং রাজধানী আগরতলার ১০ টি সাংগঠনিক জেলা সহ ৬০ টি মন্ডলকে করোনা সংক্রমণ ঠেকানোর কাজে লাগানো হবে । এর জন্য দলের তরফে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান। তাছাড়া প্রশাসনের পাশাপাশি করোনা জীবাণুর সংক্রমণ নিয়ন্ত্রণে কাজ করবে দল । সাংগঠনিক ভাবে মানুষকে করোনা বিধি মেনে চলার জন্য দলের তরফে আহ্বান জানানো হয়েছে । একই সঙ্গে মানুষকে পাশে নিয়ে বিজেপি কোভিড রোগাক্রমন ঠেকাতে প্রয়োজনীয় কাজ চালিয়ে যাবে । প্রশাসনকে সহায়তা করে যাবে দল । তিনি এদিন আরও জানান দলের উদ্যোগে প্রায় প্রতিদিন মাস্ক , সেনিটাইজার ইত্যাদি বিলি করা হচ্ছে রাজ্যের বিভিন্ন অংশে । এখন করোনা জীবাণুর সংক্রমণ এবং কোভিড -১৯ রোগাক্রম নিয়ে মানুষকে সতর্ক করার কাজ শুরু করবে দল । ইতিমধ্যে দলের তরফে এই কাজ চলছে বলেও জানান । সাধারণ মানুষ সজাগ ও সতর্ক না হলে শুধুমাত্র প্রশাসনের পক্ষে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা মুশকিল । আর সাধারণ মানুষকে কোভিড পরিস্থিতি মোকাবিলায় সামিল করার লক্ষ্যেই দল সাংগঠনিকভাবে এই সংগ্রামে সামিল হয়েছে । রাজ্যের সর্বত্রই সাংগঠনিক স্তরে ব্যাপকভাবে কোভিড পরিস্থিতি মোকাবিলায় দলকে কাজে লাগানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে । সামাজিক দূরত্ববিধি রক্ষা সহ যথাযথভাবে মাস্ক পড়া এবং আনুসঙ্গিক অন্যান্য করোনা বিধি মানার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এদিনের সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী ঝর্না দেব্বর্মা।
Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India.
Any unauthorized use of any image is prohibited.